২০১৩ সাল ১৬ই আগস্ট শুক্রবার ,
পৃথিবীতে এলো মিলন সোনা আমার ।
দেখতে দেখতে দশটি বছর হয়ে গেল পার
১১তম জন্মদিন পালন হবে আজ সোনার।
লেখা পড়ায় হবে বড় সব দিকেতেই বড় ,
আজকে আমার মিলন সোনার দশবর্ষ পূরণ হলো ।
একটি একটি বছর করে দশ বছর পার হলো ,
এগার বছরে পা দিলো সোনা লেখা পড়ায় ভালো ।
ভাই বোনেদের বড় সে যে সবার চোখের মণি ,
ভরেছে আজি মন যে আমার আনন্দে ঘরখানি ।
বুক জুড়ানো ধন যে আমার জগৎ জোড়া ধন ,
ওকে নিয়ে বাঁচবো আমি বাঁচবো সারাক্ষন !
আঁধার ঘরের মানিক আমার সাত রাজার ধন ,
বড় হবে মানুষ হবে রাখবে বাবা মা'র সম্মান ।
বাসবে ভালো সবাই ওকে বাসবে জগৎ জন ,
মিলন আমার ঘরের মাণিক আমার হৃদয় রতন ।
বছর বছর আসুক ফিরে তোর জীবনে ওরে ,
শতবর্ষ পরমায়ু হোক শত জন্মদিবস আসুক ফিরে ।
************
সকাল - ৮ : ২৮ মিনিট !
১৬ / ০৮ / ২৩ মঙ্গলবার !
ইঞ্চনাও =সুইজারল্যান্ড ( ইউরোপ )