অন্তরালে হোতে তুমি কিছু খেলা খেলিছো হরি ,
তোমার খেলার মহিমা ভবার্নবে বুঝতে নারি ।
তুমি সৃষ্টি তুমিই স্থিতি তুমিই হও মহাপ্রলয়  ,
তোমার সৃজন সৃষ্টি স্থিতি সবই অনিত্যময় ।


তুমিই সৃজিয়াছ প্রভু এই ব্রহ্মান্ড বিশ্বচরাচর  ,
প্রাণী জীবন গাছ পাহাড় নদী পর্বত সাগর  ।
মহান জগতে তোমার প্রভু কিছুই নয় অগোচর ,
সূর্য চন্দ্র গ্রহ তারা স্বর্গ মর্ত্য পাতাল জলধর ।

জন্মিলে আনন্দনিকেতন হয়ে মরণে ক্রন্দন ,
এই কি তোমার অত্যাশচর্য্য খেলা ওহে জনার্দন ।
জীব সেবাই শিবের সেবা এটাই পুরানের বচন ,
জীবের মধ্যেই বাস এই কথাই বলে সাধুজন ।


দিন দুঃখী ভিখারি সব প্রাণীতেই তোমার বাস ,
পাথর ভেঙে মাটি কাটে যারা খাটছে বারোমাস ।
তুমি আছো পাখীর গানে কলতানে শিশুর মুখেহাস ,
আছো কুঁড়েঘরে পথেরধারে ফুটপাতে যাদের বাস ।

তোমার মহিমা প্রভু অজ্ঞাত অনন্ত দৃষ্টির অগোচর ,
তুমি যখন যারে ইচ্ছাকর হয়ে ডুবাও নয় তারে মার ।

               **************
দুপুর - ১২ : ৫৫ মিনিট ।
১১/০১/২৫ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।