ভারত আমার বাংলা আমার
                 আমার দেশের মাটি ,
শ্যামল আমার সবুজ গাঁটি ,
               মমতা ভালোবাসায় পরিপাটি ।

সে যে স্বর্গভূমি সমান
          সে যে আমার দেশের মাটি ,
সে যে সোনার চেয়েও খাঁটি
             আমার জন্মভূমির মাটি ।

ভারতের মাটি পরিপাটি
           সবুজ সোনা বাংলার মাটি ,
সবার সেরা সবার বাড়া
           আমার এই দেশরই মাটি ।

এই দেশেতেই জন্ম আমার
            এই দেশেতেই যেন মরি ,
এই দেশেতেই হেসে খেলে
             এই মাটিরই খাই পরি ।

এই দেশেরই অন্ন জলে
               বেড়ে উঠি হেসে খেলে ,
এই মাটিরই পত্রমূলে
               বন ভরেছে ফলে ফুলে ।
          ********
দুপুর - ২:৫৪ মিনিট !
১২ / ০৬ /২৪ বুধবার !
কোলকাতা !