বৈশাখী ওই মান ভেঙেছে
          ফিরবেনা সে আর বাড়ী ,
ভুল করে সে করেছিলো মান
              করবেনা আর আড়ি ।

আসবে এবার রোজ বিকেলে
             করবেনা সে আর দেরী ,
এইবারে সে সব বুঝেছে
               ভেঙেছিলো মন তারই ।

জনে জনে বলছে সে যে
             বৃক্ষ কর রোপন ,
নইলে বায়ু দূষণ হবে
          হবে রোগ ব্যাধি মরণ ।

বৃক্ষ রোপন করতে গেলে
            চাই জলাশয় সংরক্ষণ ,
তবেই হবে দূষণ মুক্ত
            শুদ্ধ বায়ু  পরিবেশন ।

জীব জগৎ হবে সুস্থ
            রোগ মুক্ত হবে জীবন ,
ভাইরাস মুক্ত হবে তখন
          দূষণ মুক্ত  জগৎ জন ।

সবল হবে সুস্থ রবে
      আমাদের দেহ প্রাণ মন ,
এসো হাতে হাত লাগাই
         বৃক্ষ চারা করি রোপন ।

     *************
রাত্রি - ৯ : ১১ মিনিট ।
০৮ /০৫ / ২৪ বুধবার ।
কোলকাতা ।