যদি হয় উন্নয়ন তবেই হবে গরীব শোধন  ,
গরিবের তরে কাঁদে প্রাণ মন সদাই চিন্তন ।
তাই গরিবের উন্নয়ন মনে চিন্তে অনুক্ষন  ,
তানা হলে মনে ভরবেনা পকেট হবেনা গরম ।

উন্নয়নের চিন্তা ঘুম না আসে জেগে রাত্রি যায়  ,
কোন পথে গরিবেরা উন্নয়ন পাবে এই চিন্তায়   ।
যাতে দরিদ্রও পাবে বাবুদের পকেট ভরে যায়  ,
নিদ না আসে চোখে শুয়ে ছটপট করে বিছানায় ।

দিবারাত্রি চিন্তা মাথে পরিচালনা হয় কোন পথে   ,
জব্বর বুদ্ধি এঁটে পড়বেনা ফাঁদে একজন থাকলে সাথে  ।
তবেই সুগম হবে পথ আলোচনা হবে তার সঙ্গে যেতে ,
বিশ্বাস করবে স্বার্থের সাথে সমঝোতা হবে একসাথে   ।

চরম স্বার্থপরতায়  দুনিয়াময় সর্বদাই অবিরত ভোগে  ,
স্বার্থ সুখ পরম সুখভোগ দুনিয়াটা স্বার্থেমগ্ন থাকে   ।
স্বার্থ অর্থ সুখ লোভে রুধির ঝরে নীতিনিত্য এই ভুভাগে   ,
মানুষের মুখোশ পরে দুর্নীবিত ঘোরে সদাই সন্ধান সুযোগে  ।

উন্নয়নের নামে তারা দিন দুঃখীদের রক্ত শোষণ করে সদাই   ,
নীতিনিত্য ধরাপরে এইরূপ আহরাত্র ঘটনা ঘটে এই দুনিয়ায়  ।

                                  *****************
দুপুর - ১ : ১২ মিনিট ।
০৪/০৩/২৫ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।