সব ক্ষেত্রেই দেখি অন্যায়ের জয় ,
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ধরেছে অবক্ষয় ।
সজ্জনের দেখি পদে পদেই বিপর্যয় ,
মানসিক দিকে তখন মানে পরাজয় ।
মানুষ আজ নরপশু মানুষ নয় ,
দিকে দিকে অধর্মেরই জয় হয় ।
এযেন জীয়ন্তে নরক যন্ত্রণাময় ,
তবুও নরাধম মানেনা পরাজয় ।
স্থান কাল ক্ষেত্র করেনা কিছুই জ্ঞান ,
নাই বিবেকের দংশন নাই কোন সম্মান ।
অহংকারে মদোন্মত্ত পশুর সমান ,
গুরু লঘুজনে দেয় নাই শ্রদ্ধা স্নেহ মান ।
প্রাণী আর দেবতার করেনা প্রভেদ ,
মানুষ আর পশুতে করেনা ভেদাভেদ ।
কালে কালে করে অন্যায় অধর্ম জেদ ,
বিভীষিকা হেরে চোখে বিপদের সংকেত ।
যৌবন চঞ্চল সদাই রয় অকুতোভয় ,
ওরা দুর্দ্দাম দুর্জয় জানেনা পরাজয় ।
ওরা দুষ্টের দমন সজ্জনের সাথে রয় ,
ওরা ভয়কে করেছে সদাই সর্ব জয় ।
****************
দুপুর - ১২ : ০৮ মিনিট ।
১৩/ ০৯ / ২৪ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।