নারী সর্বময় কর্তী বিশ্ব ধাত্রী ,
জন্ম দাত্রী নারী শক্তি মুক্তি ।
নারীই ভক্তি সর্বংসহা শক্তি ,
জগৎ করেন পালন জগদ্ধাত্রী  ।

সন্তান গর্ভে করে ধারন গর্ভবতী ,
বিশ্বকে করে প্রসব বিশ্ব প্রসবিনী ।
নারীই জায়া কন্যা জননী  ভগিনী  ,
নারী বিনে পুরুষের জীবন মরুভূমি  ।

নারীই সৃষ্টি করে তাই সৃষ্টিকারিনী  ,
নারী রক্ষাকরে ধ্বংসও করে বিনাশিনী  ।
রহস্যময়ী প্রকৃতি নারী রহস্য বুঝিনি  ,
কী রহস্য লুকিয়ে মাগো খুঁজেও দেখিনি  ।

কী মায়ায় ভুলতে মাগো ভূবনমোহিনী  ,
নারী রূপে কত পরীক্ষা দিবে মা জননী  ।
নারীই স্বর্গ মর্ত্য পাতাল ত্রিলোক পালিনী  ,
কালীদহে নারীই দেখান রূপ কমলেকামিনী  ।

নারীই শতকষ্ট দুঃখ সয়ে সংসার রক্ষা করেন,
কঠিন কষ্ট সহ্য করে ধৈর্য্যের পরীক্ষা সদা দেন ।
সংসার ধর্ম করেন নারীই কঠিন দায়িত্ব পালন  ,
সন্তানের জন্ম দিয়ে শিক্ষা দিয়ে সন্তান কে লালন  ।

              **************
রাত্রি - ৯ : ২৭ মিনিট  ।
২৮ / ১০ / ২৪ সোমবার  ।
রবীন্দ্রনগর =  মেদিনীপুর  ।