স্বপ্নসুন্দরী তুমি আমার জন্মভূমি মা  ,
তোমায় দেখে মাগো আমার তিয়াস মেটে না ।
তোমার  'পরে  হেসে খেলে  কাল কেটেছে অবহেলে ,
ভালোবেসে সোহাগ ভরে  নিলে আমায় কোলে তুলে ।

তোমার দেওয়া ফলে ফুলে তোমার দেওয়া অন্নজলে ,
জীবনে বাচাঁই  আমরা মাগো কেমনে তা' যাবো  ভুলে ।
আমরা সবাই ভাই ভাই মিলেছি সবাই এক ঠাঁই ,
মোদের  কোন চিন্তা নাই মাতৃভূমি স্বর্গ সমান ভাই ।

দেশ জননীর রক্ষা লাগি আমরা করি রুধির দান ,
শহীদ হয়ে রাখলো তারা মাতৃভূমির চির সম্মান ।
ভালোবাসি মাগো  তোমার  বৃক্ষলতা পাখীর গান ,
তোমার 'পরে নদী সাগর ঊর্মি দোলে ওঠে তুফান  ।

মাগো তোর আকাশে সূর্য্য চন্দ্র এখনো আছে অম্লান ,
তোরই বুকে জন্মে মাগো ধন্য আমি আমার প্রাণ ।
তোর 'পরেতে জন্ম নিলাম হেসে খেলে বড় হলাম ,
তোর মুখেতেই দেখে হাসি ধন্য হলো  আমার প্রাণ ।

তুমি আমার স্বপ্নে গড়া  তুমি আমার সোনার দেশ ,
শস্যেভরা বসুন্ধরা মাগো তোমার রূপের নাইকো শেষ ।
ধন ধান্যে বর্নে গন্ধে বিহঙ্গেরা গায় ছন্দে আমার দেশ ,
পুষ্পে পর্নে শ্যামলী বর্নে রূপে রঙে সাজাস তুই অশেষ।

             *************
রাত্রি - ১০ : ২০ মিনিট !
২৪ / ০১ /২৪ বুধবার !
কোলকাতা !