সবাই দোসর ওরা যে ভাই সমগোত্রের লোক ,
কার দোষ কেইবা ধরে কেইবা করে শোক !
একজন আনবে একজন খাবে করবে ভাগাভাগি ,
কে চোর কে আসামি কেইবা রয়েছে দাগি !

অযোগ্যের হাতে শাসন ভার ,
দেশ হবে ছারখার চলবে অনাচার !
মুষ্টিমেয় লোক কিছু খাবে লুটে পুটএ,
বাকি জনগণ থাকবে অনাহারে
আধপেটএ !

এই দেশের হাল বাঘ শৃগালে করছে কামাল ,
দেশ হয়েছে দেউলিয়া নাই উপায় সামাল সামাল !
বড় বড় বাড়ি গাড়ি পাবে দালান কোঠা বাড়ি ,
রাজভোগ পোলাও বিরিয়ানি ভোজন তারি !

কাজের লোক খাটএ  ফাই ফরমাস তাঁবেদারি ,
পাকশালা পানশালা কতই রঙের রংবাহারি !
ওঠে কতই না আনন্দ ফোয়ারা একজোটে একসারি ,
করে কতই না আমোদ প্রমোদ ভয় করে ভাবনা কারি !

দেশের ভাবনা চিন্তা হবে পরে কর কাজ নিজেরি  ,
আগে কর নিজের আখের গোছ পরে ভাব দেশের তরি !
নিজে বাঁচলে বাপের নাম বলেছে জ্ঞানী গুণী কান্ডারি ,
নিজের জন্যে দেশের কাজ তাই সাজে জনগনের দোসরী !

       **********
সন্ধ্যা -৬ : ৩৪ মিনিট !
২৬ /০৬ /২৪ বুধবার !
কোলকাতা !