পরিশ্রম বিনে যদি সুখে থাকা যায় ,
অনায়াসে এসে যায় বস্ত্র আহার আলয় ।
কিবা আছে প্রয়োজন কঠিন পরিশ্রমে,
বসে ঘুরে খায় বেড়ায় আয়াসে আরামে ।

কোন কিছু না বুঝে জেনে করে প্রচার হরদম ,
কেবল দুপয়সা কামিয়ে আপনত্ব করার যম ।
পেছনে পেছনে ঘোরে ভাবে আমি বিশ্বাসী একদম,
আমি ছাড়া বিশ্বাসী আর কেউই নেই কোনরকম ।

ঘুরে দলের পিছু পিছু চামচে গিরি করে পাবে কিছু ,
বিনা শ্রমে শুধু ঘুরে ঘুরে সঙ্গ দিবে ওরা সবে বিচ্ছু ।
বিনা মূলধন বিনা শ্রম এতে রুজি রোজগার নয় কম ,
শুধু ঘুরেই পিছু পিছু সাকরেদ দের সাথে দিয়ে সঙ ।

হবে বাড়ী চড়বে গাড়ী চলবে সংসার রাজার হালে ,
সুখে কাটাবে কাল যদি করে চামচে গিরি ঘুরে দলে ।
চামচে গিরি করলে ভবিষ্যতে যদি একটা চাকরী মিলে ,
জীবনটাই পাল্টে যাবে রাজার হালে হেসে বসে খেলে ।

কদাপি না কর পরের আশ যেন বালুর চরে  বাস,
ভালো তবু কাট নিজের ঘোড়ার ঘাস পাবে সুখের আশ ।
নদীর চরে চাষ আর পরের ঘরে বাস যেন সদাই মনে ত্রাস ,
তাই দলের পেছনে পেছনে ঘোরা কখন যে আসে সর্বনাশ ।

         *********************
সন্ধ্যা -  ৫ : ৫৪ মিনিট ।
১৮ / ০৪ / ২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।