দীপের আলো জ্বেলে দিয়ে -
দীপান্বিতা এলে ঘরে ,
আলোয় আলোয় ভরে ভূবন -
নেইকো আঁধার বিশ্বজুড়ে !
মায়ের আমার বরণ কালো -
সেই কালোতে ভূবন আলো ,
সারা বিশ্ব করে আলো -
ভূবনমোহিনী এলো !
তুই হলি মা এলোকেশী -
সর্বনাশী ,মুক্তোকেশী ,
ওমা তোর তরে মঙ্গলদীপ -
জ্বেলেছে তাই অমানিশি !
দীপান্বিতায় দীপজ্বেলে যাই -
দীপান্বিতা এলো যে তাই ,
আঁধার কালো দূর করে ঐ -
মন বলে তাই মা-ভৈ ,মা-ভৈ !
>>>>>>>^¥^¥<<<<<<<<
দুপুর -২:২০ মিঃ ,কলকাতা !
১৯ /১০ /২০১৭ ,বৃহস্পতিবার !