দিন বদলের দিন এল রে দিন বদলের দিন,
একই সময় থাকবেনা রে আসবেই সেই দিন  ।
ফাঁসির কাঠে ঝুলবি এবার দেখবি কর্মের চিন ,
নারীদের চুপ করে বসে থাকার পেরিয়েছে দিন  ।

এইতো যুগের ফের আসলটাকে নকল করে বলে ,
নকলকে আসল বলে যারা নরক ঘাঁটে তলে তলে ।
মিথ্যাচার কূকর্মের জয় হয় যুগের হাওয়া এলে,
সৎকথা সৎপথ সৎকর্মের পরাজয় হয় এই কালে ।

সৎপথে যারাই থাকে তারাই কষ্ট পায়   ,
মিথ্যার অলংকার চড়িয়ে বলে তারাই করে জয়  ।
অন্যায়ের প্রতিকার এইযুগের  হাওয়া নয়  ,
যতই দেখি অত্যাশ্চর্য লাগে দুনিয়াময়  ।

নীরব দর্শক সবে বিবেক বলেনা কোন কথা  ,
অন্যায়ের দংশন দেয়না তাদের মনে ব্যাথা  ।
কালের করুন আর্তনাদ ভেসে আসে কানে ,
মৌন বধির চিত্ত  কেবলই বসে সময় গানে ।

মানুষ জনম শুধুই নয় সুখ ভোগের লাগি  ,
মানুষ জনম লয়ে মানুষের প্রতি কর্তব্য নাই কি ?
মানুষ জনম নয় শুধুই আছে কর্তব্য কঠিন  ,
কর্তব্যে বিরত যারা তারা মনুষ্যত্ব বিবেক হীন  ।

         ******************
দুপুর  - ১২ : ৪৬ মিনিট  ।
০৪ / ০৯ / ২৪ বুধবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।