একি দেশের হলো হাল ,
দৈনন্দিন  জীবন হলো ডিজিটাল।
জন জীবন আজ হয়েছে বেহাল.  
ডিজিটালের  যুগে জনগন টাল মাটাল ।

যে দিকে তাকাই সে দিকেই ডিজিটাল ,
হারিয়েছে খেই খুঁজে না পায় তাল  ।
ঘরে বাইরে সবখানেই নাই কোন হাল ,
অস্তিত্ব  বিহীন যেন হয়েছে  মাতাল  ।

মানুষ আজ ঘুরে  ঘুরে হয় সারা  ,
ডিজিটালের যুগে হয়েছে দিশা হারা ।
পায়না কোন কিছুরই  কুল কিনারা  ,
সবাইতো নয় আরা পণ্ডিতের সেরা ।

ডিজিটালের দেশ সবকিছুই এখন বিশেষ,
না বুঝে লাভ লোকশান হাতে গোনা শেষ  ।
হার মেনেছে  সবকিছুই  জানা প্রশেষ,
এটাই বর্তমান সময়ের বিশেষ ।

       ************
রাত্রি - ১০:৪০ মিনিট।
২৬/০৭/২৪শুক্রবার !
কোলকাতা !