ধ্বনি ও দরিদ্র মন্দ ও ভালো নিয়ে সমাজ গঠন ,
তখন বিত্তশালী করে গরিব শোষণ !
মধ্যবিত্ত সবে মান সম্মান নিয়ে চলে ,
মানবতা ,ভালোবাসা ভাসে বিত্তশালী হলে !
বলে সমাজ এ সবই ঈশ্বরের সৃষ্টি ,
মোহে পড়ে বাঁধা থাকে বর্তমানএর কেউ দৃষ্টি !
আশা নিয়ে বেঁচে থাকা একই সৃষ্টি সৃষ্টির পরিহাস ,
সমাজবদ্ধ হয়ে বেঁচে থাকা যেন ধুঁকে নিশ্বাস !
চার যুগে ধরে দুর্বলের উপর সবলের নিপীড়ণ ,
এইকি সমাজের ধর্ম না নিয়ম কানুন !
আবার সত্য ধর্ম নিষ্ঠা প্রতিষ্ঠার কারন,
অবতার রূপে ভগবান যুগে যুগে অবতীর্ন হন !
সবলের প্রতাপ যুগেই যুগেই দুর্বলের দুর্বলতার কারন ,
নাহয় সজাগ তারা ভীত প্রতাপশালীর ভয়ে অনুক্ষণ !
দুর্বলের নাই অর্থবল থাকেনা জনবল দরিদ্রের কারন ,
তাই তাদের সর্বযুগেই করে নিপীড়ন অনুশাসন !
বিত্তহীন যারা তারা হীন মন্যতায় ভোগে সারাক্ষন অকারণ ,
পদে পদে শৃঙ্খলায় বাধা নাজানে নিয়ম কানুন !
অদক্ষতা জ্ঞানহীন অশিক্ষাই অজ্ঞতার কারন ,
মিশতে না পারে সমাজে হীন রোগে ভোগে অকারণ !
পদে পদে নিজেদের দোষে সমাজে একধারে রয় অকারণ ,
ধনীরা চিন্তে দরিদ্ররা সদাই তাদের পদ করুক লেহন !
দরিদ্রের মাথার উপর তারা ছড়ি ঘুরাবে সারাক্ষন ,
তাই নিপীড়ন দমনের হেতু যুগে যুগে আবির্ভুত নারায়ন !
**********
দুপুর - ২:৩০ মিনিট !
১৭ / ০৬ / ২৪ সোমবার !
কোলকাতা !