ধর্ম (সত্য)কে সঙ্গে রেখে পথ চলতে চাই  ,
ধর্ম যদি সঙ্গে থাকে ভয় কি মোদের ভাই  ।
ধর্ম মোদের মাথায় রেখে চলবো মোরা সত্য পথে  
সহজ ভাবে চলবো ভেবে কূ পথ বর্জন করা চাই  ।

নাইকো তাতে ভয় আমাদের নাইকো তাতে ভয়  ,
হবেই মোদের জয় ও ভাই হবেই মোদের  জয় ।
যতই বাধা বিপদ আসুক করবো না মোরা ভয়  ,
বিপদ বাধা দুপায়ে দলে এগিয়ে যাবো নিশ্চয়  ।

ধর্মান্ধতা জাতীভেদ এনেছে  মতান্তর ভেদাভেদ  ,
সাম্প্রদায়িকতা মতানৈক্য করে দিলো বিচ্ছেদ  ।
বর্নবৈষম্যতা নিয়ে এলো উচ্চ নিচু ভেদাভেদ  ,
কর্মী কৃষক শ্রমিক মজুর মালিক এলো বিভেদ  ।

খাদ্যা খাদ্য মাদক আসক্ত হল সবে  মদোন্মত্তা ,
অজ্ঞানতার অনলে জ্বলে এলো বিভেদ উন্মত্ততা।
রাজনৈতিক মতানৈক্য ধ্বংস করলো মানবিকতা ,
দরিদ্র অজ্ঞানতার সুযোগ আমলাতন্ত্রের অরাজকতা ।

স্বজন প্রতিবেশী পরস্পরে একসাথে সামাজিকতা  ,
উৎসব অনুষ্ঠান পূজা পার্বন খেলাধূলা আনলো একতা ।
                **************
বিকেল  - ৪ : ৪০ মিনিট  ।
০১ / ০৯ / ২৪ রবিবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।