বিবেক এখন বিকারগ্রস্ত
ন্যায় হয়েছে অচল ,
সরস্বতী বন্দি শালায়
লক্ষ্মী হলেন স্বচল ।
টিভির পর্দায় চলছে প্রচার
এখন রমরমে প্রচার ,
পঞ্চবার্ষিকী পরিকল্পনা
কোথায় কি হবে কখন ।
স্বর্গ হ'তে এলেন নেমে
ধর্মের অবতার ,
সৃষ্টি স্থিতি স্থাপন করে
অধর্মের বিনাশ আবার ।
দেশে দেশে দশে দিশে
ধর্মের নেইকো আধার ,
ধরা হলো ধর্মশূন্য
বিকৃত অধর্মের আচার ।।
ধর্মের স্থাপন হেতু মর্ত্তে
এলেন নেমে নারায়ণ ,
অধর্মের বিনাশ হয়
ধর্মের সদা হয় স্থাপন ।
অধর্ম প্রকাশ করে
পত্তনের প্রথম সোপান ,
ক্রমে ক্রমে বিস্তার করে
বিভৎষ দম্ভের জ্বালখান ।
সত্য ধর্মের প্রকাশ হয় ক্রমানয়
সেথা অধর্মের নিশ্চিত পরাজয় ।
*********************
দুপুর - ১২ : ০৫ মিনিট ।
০৫ / ১১ / ২৩ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।