আদরে সোহাগে ভরে ক্রোড়েতে রাখে ধরে
ধরিত্রী জননী আমার ,
জন্মনিয়ে ধরার বুকে কতই না থাকি সুখে
তুলনা না হয় জননী ধরার ।
কতরূপে দেখি তোমায় ধরিত্রী জননী
শ্যামল শোভা রূপ হেরে নয়ন ফেরেনি ,
মোহিনী মায়াতে মাগো ভুলালী জননী
তুই মাগো সবার সেরা স্বদেশ জননী ।
শৈশবে তোরই কোলে আনন্দে কতূহলে
কতনা স্ব-ইচ্ছায় খেলেছি তোরই কোলে ,
নবকল্লোলে ঊর্মি দোলে নদী বহে কল্লোলে
বৃক্ষনীড়ে বিহগেরা সোহাগ ভরে মা'র কোলে ।
তোরই 'পরে বটবৃক্ষের সুশীতল ছায়া
শীতল ছায়াতে তার কী যে আছে মায়া ,
পথিকেরা তপ্ত তপনে জুড়ায় তাদের কায়া
রাখালেরা দ্বিপ্রহরে বিরাম লভে তোর ছায়া -য় ।
গাঙ্গ চিলের দল উড়ে গাঙ্গের উপরে
মাঝি ভাই নৌকা বেয়ে ভাটিয়ালী ধরে ,
মেছুনি নদীর জলে জ্বাল ফেলে মাছ ধরে
মাছ ধরে বিকলে স্নান সেরে বাড়ী ফেরে ।
*****************
রাত্রি - ১০ : ১৫ মিনিট ।
১৬ / ০১ / ২৪ মঙ্গলবার ।
কোলকাতা ।