এ মায়া প্রপঞ্চময় বেস্টনিতে ঘেরা রয় ,
নাহয় গলাদ্ধকরন নাহয় তা উদগীরণ ।
মায়া ডোরে বন্দি করে নাই মায়া মুক্তি ,
মায়া মোহতে আসক্ত খোলার নাই শক্তি ।
দেশপ্রেম করে মুখে করে মাখামাখি ,
দেশপ্রেম কাকে বলে অর্থটা বোঝে কি ।
দেশ ও দশের হিতে যত ক্লেশ কষ্ট বরণ ,
সবই ভুলে যায় সদেশ প্রীতির যত কারণ ।
দেশপ্রীতি মাতৃভক্তি দেশকে ভালোবাসায় মতি ,
দশের হিতে দেশের সেবায় যেন না থাকে বিরতি ।
বাংলার কবি মুকুন্দদাস কবি জয়দেব বিদ্যাপতি ,
প্রজানুরঞ্জন লাগি রাজ্য ত্যাগী বনবাসে সীতাপতি ।
দস্যুবৃত্তি ত্যাগী দস্যু রত্নাকর মহাপাপ মুক্তির কারণ ,
"রাম রাম "উচ্চারন কালে উইপোকায় ঢাকে দেহাবরণ ।
রামনামে মুক্ত হয়ে "ঋষি বাল্মীকিমুনি" করেন নাম ধারণ ,
রামের জীবনী রচিলেন ঋষি বাল্মীকি সাতকান্ড রামায়ণ ।
প্রজানুরঞ্জন লাগি পিতৃসত্য পালনে রাম করেন বনেগমন ,
রামলক্ষ্মণ মৃগয়াতে তখন ছদ্মবেশে রাবন করে সীতাহরণ ।
******************
বেলা - ১১ : ০৩ মিনিট ।
২৪/০২/২৫ সোমবার ।
রবীন্দ্রনগর =মেদিনীপুর ।