দেশটাকে ভাগ করে অর্বাচীন নর  ,
দেশের মঙ্গল হেতু না চিনে অতঃপর  ।
তারা কী হৃদয়হীন নাকি অর্পিতা নর ,
রাতারাতি দেশকে ভাগ করতে তৎপর ।

স্বাধীনতার স্বাদ বঞ্চিতরা না পায় কখন  ,
তারা অপরের  তাঁবেদারি করতে যায় জীবন  ।
সদাই স্বতন্ত্র  তারা স্বাধীনতা হীনতার কারণ  ,
এ কেমন স্বাধীনতা মনের মধ্যে ভয় সারাক্ষণ   ?

লেখাপড়া শিক্ষার করে অহংকার সদা সর্বদা ,
মূর্খ সম তারা তাই  গুরুজনের দেয়না মান্যতা ।
ডিগ্রিধারী ছোট বড় সার্টিফিকেটের দাম্ভিকতা ,
যথার্থ শিক্ষার মূল্য তারা দিত করতনা অন্যথা ।

জ্ঞান বিদ্যা বিবেক থাকলে হোত বিনয়ী সততা ,
মুখ চেনা জনে দেখায় তাদের দেখায় কত যোগ্যতা  ।