মানবতায় নাই দেশকে ভালোবাসার আভাস ,
অমানুষ কুলাঙ্গারদের শুধুই বর্বরতার অভ্যাস ।
অন্তরে বিভৎস রূপ বাইরে মানুষরূপ প্রকাশ ,
নররূপী হিংস্র তারা দ্বিপদ এক জন্তু বিশেষ ।
নাই লাজলজ্জা মান সম্ভ্রম তারা পশুর অধম ,
বিবেক মনুষত্বহীন কুলাঙ্গার নরপশুরা যেমন ।
ঈশ্বরে বিশ্বাস করেনা করে তাজা প্রাণ নিধন ,
মানুষ খুন শিশুপাচার করে ওরা করে নারী ধর্ষণ ।
মানুষ খুন করে পশুসম মানুষ রুধিরে করে স্নান ,
ঈশ্বরে বিশ্বাস করেনা ওরা মনে ভাবে পুতুল সমান ।
ওদের নাই বিবেক বিবেচনা নাই হুঁশ বেহুঁশ সর্বক্ষন ,
রক্তস্নাত হয়ে ওরা সদাই রক্তের হোলিখেলাতে মগন ।
সর্বযুগে সর্বকালে সর্বস্থলে আছে নরপিশাচের এই দল ,
দেশের জনগণকে সদাই নাচায় ওরা বাজায় ঢাক ঢোল ।
এটাই ওদের সহজাত স্বভাব যাবেনা তা মরণে গেলেও ,
সৎ সঙ্গে সৎ পথে যদি থাকে ওদের হজম হয়না খেলেও ।
ওরা না মানে ধর্ম না করে কর্ম বদবুদ্ধিতেই ওদের সুখ ,
অকর্ম কুকর্ম না করলে ওদের ধরবে বুকের হৃদ রোগ ।
দেশে দরদি নাম ভাঙিয়ে জীবনে পথে হাঁটাই বিনিয়োগ ,
দেশকে জনগণকে ভালো না বেসে হয় দেশদরদী লোক ।
অভিনয়ে দক্ষমন কপট শকুনি সম শয়তান দেশ শত্রুগন ,
নয় সে দেশহিতৈসি দরদী আপন দেশদশের শত্রু সেজন ।
**************
রাত্রি - ৮ : ১৮ মিনিট ।
২০/০১/২৫ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।