গুন্ডাবাজ ঠকবাজ সবাই দলের পান্ডা,
মিথ্যার ব্যাসাতি ওদের কথা কয় ঠান্ডা।
কথাবলে মন ভুলায় পরের হয়ে নিজে খায়,
ধান্দাবাজরা ধান্দা করেই নিজের পকেট ভরায় ।
ওরা দুকান কাটার দল ওদের ছলই সম্বল ,
ওরা ধান্দা করে ঘুরে বেড়ায় পকেট ভরায় কেবল।
পরের ঘাড়ে বন্ধুক রেখে ওরা চালায় গুলি,
পরের মাথায় নারকেল ভেঙে ওরা খায় কেবলি ।
ওরা মিথ্যা বলে ভুরি ভুরি করে জ্বাল জুয়াচুরি ,
ওরা পান্ডাদের করে দালালগিরি এই ওদের চাকুরী ।
ওরা ভাবে ওদের দয়ায় গরীব বাঁচে যুগযুগ ধরি ,
সহজ সরল মানুষের বুকে মারে ওরা মিষ্টি মুখে ছুরি।
ওরা লাগাতার করে মাদক পান পশু শিশু পাচারকারী,
লাগাতার করে ওরা ছিনতাই ডাকাতি চোরাকারবারি ।
ওরা অন্ধকারের লোক করে নারী ধর্ষণ নারী পাচারকারী,
ওরা দিনে তিলক ফোঁটা কাটে গলায় মালা ভন্ডধারী ।
ওরা গন্য মান্য দেশরেন্য দশের প্রণাম ওদের পায়,
ওদের প্রতাপে সবাই মুগ্ধ জীবন বাঁচে ওদের কৃপায় ।
ওরা চুরি করে ছিনতাই করে সবাই তবুও ওদের চায়,
ওরা গুলি করে হত্যা করে তবুও ওরা নির্দোষী হায়।
***********
রাত্রি - ৯:৩৪ মিনিট
৩০ / ০৭ / ২৪মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !