নেশা ভাঙ খেয়ে মজগুল জমাদার ,
উদ্বোধনে কাটবে ফিতা জামাতা তার ।
গাছের উপরে কাঁঠাল গোঁপে তেল ,
নেশাখোর জমাদার দেখায় কত খেল ।
মানবতার মলিনতা একি ব্যর্থ প্রহসন ,
কেবল করুণা দয়ায় কাটে তার জীবন ।
শঠতা প্রপঞ্চতা এই কি কলির আচার ,
শুধুই অনাচার কু-আচার রচে কারাগার ।
অপরের দোষ ধরাই হালের রীতি নীতি ,
নিজে দোষ করে অপরকে দেখায় ভীতি ।
নকল মানুষ সব মুখোশ পরে ঘুরে নিতি ,
মানুষ দেখতে ওদের অবিকল মানুষ মূর্তি ।
নকলকে করে নকল ওদের বুদ্ধি হয়না বিকল ,
শয়তানি বাটপাড়িতে ওরাই যুগের শ্রেষ্ঠ সকল ।
সিন্ডিকেটের বংশ দেশটাকে এবার করবে ধ্বংস ,
সমস্ত জনগনের দুর্ভোগের হেনস্তার অশেষ কষ্ট ।
ধাপ্পাবাজ জমাদারগন দেশে ঘটায় শুধু অঘটন ,
ভুগান্তিতে পড়ে দেশের শুধুই সব জনসাধারণ ।
এইকি দেশভক্তি নাকি নিজের ভোগে আশক্তি ,
মুখে দেয় জনগণকে আশ্বাস দিয়ে চায় ইতি উতি ।
***************
রাত্রি - ৮ : ৪৮ মিনিট ।
১৬ / ১২ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।