এ দেহ পিঞ্জিরাতে পাখী
পুষি অতি যতন করে ,
যতনে সে থাকে বসে
না দেখা যায় তারে ।
কত যতন করি তারে
তবু সে দেখা দেয় নারে ,
থাকে সে গোপনে ঘরে
অযতন হলে পালাবেরে ।
ছয় কুঠুরি নয় দরজার মাঝে
কোথায় সে যে বিরাজে ,
সে কথা বলে দেখা দেয়না যে
থাকে সে কোন কুঠুরির মাঝে ।
কাঁচা বাঁশের খাঁচার মাঝে
কখন আসে কখন যায় সে ,
ঘুন ধরলে কাঁচা বাঁশে
খাঁচা ভেঙে পালাবে সে ।
না করলে তারে যতন
দেহ পিঞ্জিরা ক্ষীন হবে যখন ,
কাঁচা বাঁশের রঙীন খাঁচা
ঘুন পোকায় খাবে তখন ।
তখন খাঁচার পাখী যাবে উড়ে
শূন্য খাঁচা রবে পড়ে ,
সবে মুখে দিয়ে হরি ধ্বনি
পিঞ্জিরায় দেবে অনলেরে ।
********************
বেলা - ১১ : ১২ মিনিট ।
৩০ / ০৫/ ২৩ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।