শরতের হিমেল হাওয়ায় হৈমবতীর আগমন ,
কাশফুল মাথা দোলায় ফুলে ফুলে ছায় কাশবন ।
ঘাসের ডোগায় শিশির বিন্দু যেন মুক্ত অগনন ,
শিউলীর ডালে কুঁড়ি ভরে মধুকর করে গুঞ্জন  ।

আকাশে বাতাসে ভাসে আগমনীর বার্তা আগমন  ,
ঘরের মেয়ে আসবে ঘরে আনন্দে ভরবে এই ভূবন ।
সম্বৎসর পরে আসবে ঘরে ধৈর্য্য না মানে মা'র মন ,
সঙ্গে লয়ে লক্ষ্মী সরস্বতী কার্তিক আর সঙ্গে গজানন ।

সিংহারূঢ়া ভগবতী তুই মা মহিষমর্দ্দিনী জননী ,
দশকরেতে অস্ত্র শোভে তোর দশপ্রহরনধারিনী ।
হংসের উপর সরস্বতী বীণাপুস্তক হস্তে বীণাপাণী  ,
পেঁচা বাহন আসেন লক্ষ্মী অন্নপূর্ণা ত্রিভূবন পালিনী ।

সর্বসিদ্ধিদাতা কয় গণেশ যে তোর মুষিক বাহন  ।
ময়ূরে চড়ে আসবেন কার্তিকেয় নামটি ষঢ়ানন  ।
মাথায়জটা ত্রিশূলধারী ভোলানাথ তোর বৃষভ বাহন  ,
নন্দী ভৃঙ্গী চেলা তাঁর ভাঙ খেয়ে তারা আনন্দে মগন  ।

আসবে মাগো তিন দিনের তরে মায়ের ঘর আলো করে  ,
মা মেনকার আনন্দ না ধরে রাখবে তোরে  বুকে ধরে  ।
আসবে উমা সম্বৎসর পরে আর তারে যেতে দেবনারে ,
বলবো আমি মহেশেরে যাও ফিরে উমা আমার নাই ঘরে ।

             *************
রাত্রি  - ৯ : ৩০ মিনিট ।
১৭ / ০৯ / ২৪ মঙ্গলবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।