গোঠেতে রাখাল রাজা তুমি ,
বৈকুন্ঠেতে লক্ষ্মীর নারায়ণ ।
কৈলাসে ভোলা মহেশ্বর তুমি ,
মথুরায় শ্রীনন্দের নন্দন ।
গোকুলেতে গোপাল তুমি ,
মা যশোদা রানীর প্রাণধন ।
কংস কারাগারে জন্ম নিলে
কংস ধ্বংস দৈবকীর নন্দন ।
সত্যযুগে তুমি প্রভু শ্রী হরি ,
জগতের পতি তুমি জগৎকে উদ্ধারি ।
ত্রেতাযুগে তুমি প্রভু রাম ধনুকধারী,
অহংকারী রাবনের তুমি নিধনকারি ।
দ্বাপরেতে শ্রীকৃষ্ণ তুমি ,
যুগে যুগে যুগাবতরি।
কলিতে গৌরাঙ্গ তুমি ,
মানব রূপদেহ ধরি।
যুগে যুগে তুমি প্রভু -
কতরূপে হও অবতার ।
দশ অবতার রূপে তুমি
জগৎকে রক্ষ বার বার ।
************
রাত্রি - ১০ :০০ টা ।
১৮ / ০৩ / ২৪ সোমবার ।
কোলকাতা ।