মাগো ধরিত্রী আমি প্রনমি তোমারি ,
মন প্রাণ সবই আমার নিয়েছো হরি ।
নিখুঁত পটে আঁকা তুমি প্রকৃতি সুন্দরী ,
মন প্রাণ সবই আমার করিলে চুরি ।
তোমায় খুঁজে মাগো আমি সদাই ঘুরি ,
পিয়াস মেটেনা মাগো রূপ হেরে তোমারি ।
রূপ সাগরে ডুব দিয়ে মাগো আমি যে মরি ,
আপন ঘরেতে মাগো ফিরিতে না পারি ।
তোর স্নেহমাখা সোহাগে মাগো ডুবে যে মরি ,
মন যে মজেছে মাগো শ্যামল রূপ হেরে তোরি ।
ওগো মোরধ্যান জ্ঞানের দেবী প্রেমের অপ্সরী,
তব বুকে সাগর নদী আনন্দে চলেছে বহে জীবন ধরি ।
কত ফুল ফল বৃক্ষ লতায় দিয়েছো ভরি ,
সবুজে সবুজে ঘেরা বনভূমি শ্যামলী সুন্দরী ।
কত রঙ বেরঙের পাখী কাকলী কূজনে বনান্তরি ,
এগাছে ওই ডালে গাছে গাছে ফিরে আনন্দে ফিরি ।
তোমার বৃক্ষ ছায়ায় বিরাম লয় ক্লান্ত পথচারি ,
শ্যামল শোভায় নয়ন জুড়ায় শন্তিতে মন যায় ভরি ।
ওগো মোর প্রিয় জননী ধরিত্রী মাতা সুষমা সুন্দরী ,
তোমার রাতুল চরণ যুগল যেন বক্ষে ধরিতে পারি ।
********************
রাত্রি - ৮ :৩০ মিনিট ।
২০ / ০৪ / ২৪ শনিবার ।
কোলকাতা ।