ঠকবাজ গুন্ডা অস্ত্রধারী চোর ধান্দাবাজ ,
তাদেরই হয় জয় জয়কার নয় অন্যথা আজ !
নাই ভয় ভাবনা ভবিষ্যতের চিন্তামুক্ত কাজ ,
নুতন কর্মের সুফল পরিকল্পনা নাই আন্দাজ !
নব কর্ম নুতন কাজ নাই আয়োজন ,
আধুনিক রাজার রাজ্যে সমাজ করে জয় !
তার জন্যে সভ্যতা ভদ্রতার অতিরিক্ত বিনয় ,
পরিকল্পিত রাজাদের কত পরিকল্পনা নিত্য হয় !
মিথ্যার মুখোশ জড়িয়ে সারা গায়ে ,
সত্যের সৌন্দযের ঢাক পিটায় মিথ্যা দিয়ে !
টান মেরে ফেলো ছিঁড়ে সেই মিথ্যা ওরে ,
কর উন্মোচন সেই সত্যের বলয় টারে !
***********
রাত্রি - ৮ : ৩০ মিনিট !
১৯ /০৬ /২৪ বুধবার !
কোলকাতা !