ঔদ্ধত্য আর দাম্ভিকতা পতনের মূল ,
ক্রমশ সে হারিয়ে ফেলে ব্যক্তিত্ব সংকুল !
নিজে নিজেই ভাবে আমি যা করি নির্ভুল ,
আমি যা যা বলি করি তার নাই সমতুল !
চৈতন্য না হয় সে পদে পদে ঠকে ,
সত্য সবই মিথ্যা নয় সবে যা বলে যা দেখে !
বাহুবলই নয় শ্রেষ্ঠ বাক্য বলই শ্রেষ্ঠ মূল্য বটে ,
বুদ্ধি বলের জয় হয় বাক্য বল
আইনেই থাকে !
********
রাত্রি - ৮ : ৩০ মিনিট !
১৯ /০৬ /২৪ বুধবার !
কোলকাতা !