সহসা উড়ায়ে ধূলি চতুর্দিক ধূসর রঙে ভরে ,
খড় কুটা উড়ায়ে শন শন শব্দে আঁধার করে !
হড়হড় কড়কড় গাছ ভেঙে ঘরের চাল উড়ে ,
আকাশ মেঘে ছয় বিজুরি বিজলায় বাজ পড়ে !

হঠাৎ উঠিল ঝড় ভীত সন্ত্রস্ত আতঙ্কিত মন ,
কোথায় এর আদি প্রান্ত কি হবে জানে কোনজন !
রুদ্র মূর্তি জটাজ্বাল উড়ায়ে ভৈরব যেমন ,
বক্ষ কাঁপে দুরুদুরু বিপদ আশঙ্কা মনে কিহয় কখন !

ঝড়ের দাপট দরজায় হানা দেই পরাক্রম ,
আতঙ্কে হৃদয় কাঁপে আশঙ্কায় হয় যেন মরন !
আতঙ্ক যদিও হয় তবুও প্রাণ ভয়ে ভীত নয় মন ,
শঙ্কা যাবে মুক্তি পাবে কাটবে যখন ঝড়ের কাঁপন !

ঝড় কমে শঙ্কা যায় নীলাকাশে মেঘের উদয় ,
আনন্দে মনের ময়ূর  নাচে খুশিতে ভরে এ হৃদয় !
মেঘ ঘনায়ে আসে বৃষ্টির মুক্ত দানা যেন বর্ষায় ,
ঝরঝরিয়ে ঝরে যখন যেন মুকুতা মনে হয় !

মেঘ ঘনায়ে আসে বৃষ্টির ভ্রূকুটি যেন হয় মায়াময় ,
বৃষ্টির আশে আশে বৃক্ষ লতা শুখায় যেন মরুময় !
তপ্ত তপন তাপে দহনে দহিছে দেহ ঘর্মময়  ,
বৃষ্টির আগমনে বুঝি দহন জ্বালা হতে মুক্তি হয় !
       ***********
সন্ধ্যা - ৫ : ২০ মিনিট !
০৮/০৭/২৪ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !