দাব দাহে অঙ্গ জ্বলে
            শীতল হয়না জলে ,
বিশ্ব জ্বলে রৌদ্র অনলে
            প্রচন্ড তাপে জীবন জ্বলে ।
বৈশাখের দাব দাহ
       সহিতে পারেনা কেহ ,
কাঠ ফাটা তপ্ত রৌদ্রে
           সারাক্ষণ ঘর্মাক্ত দেহ।
আহারেতে নেই রুচি
             মুখেতে নেই রুচি ,
খিদের আগুন জ্বলে
            বিস্বাদ জীভে অরুচি।
গরমে নরম শরীর
         ক্লান্ত নেয়ে ঘেমে ,
খাবারেতে নেই রুচি
             ইচ্ছা নেই মনে ।
বাইরে দাব দাহ
        না যায় বাইরে কেহ ,
চারিপাশে ধূ ধূ রোদ
        জীবন করে কোহমোহ !
বৈশাখের দাব দাহ
         তিষ্ঠিতে না পারে কেহ ,
জীবন শুধু করে আইঢাই
      কোথা গেলে শীতল হই !

       ************
বিকাল - ৩ : ১৫ মিনিট !
২৩/০৪/২৪ মঙ্গলবার !
কোলকাতা !