সব কিছু হয়েছে চুরি নাই আর জারিজুরি ,
টান স্নেহ সভ্যতা ভদ্রতা ভালোবাসাও হয়েছে চুরি ।
নাই আর সেইদিন আসবেনা ফিরে আর কোনদিন ,
মানী দের চুরি হলো সম্মান বিবেক বিবেচনা হলো ক্ষীন ।

নাই নহবৎ সহবৎ সু-মত সদাচার সব কিছুই হলো চুরি ,
চুরি হলো শ্রদ্ধা ভক্তি বিনয় সুদ্ব্যবহার সব যেন ভোজপুরি ।
পোষাক পরিধান সাজ সজ্জা লাজ লজ্জা সবই রঙবাহারী,
লেখা পড়া শিক্ষা দীক্ষা মানুষের মন ও আজ অভিনয়ধারী ।

চুরি হলো হৃদ্দ্যতা ভাতৃত্ব আন্তরিকতা সদ্বাচরণ লজ্জাবোধ ,
দায়িত্ব কর্তব্য সদ্ব্যবহার রয়ে গেল অভদ্রতা প্রতিহিংসা ক্রোধ ।
চুরি হলো কৃষ্টি সৃষ্টি কালচার আনন্দ সভ্যতা সকৃতি মূল্যবোধ ,
শুধু চুরি হয়নি অহংকার দাম্ভিকতা আমিত্ববোধ বিপদ আপদ ।

চুরি হলো বাঙালিয়ানা বঙ্গনারীর লজ্জাভূষণ মাতৃত্ব সম্ভ্রম ,
বিদেশী ভাষা পোষাক পরিধান নকল হলো বিদেশী সম্বোধন ।
চুরি হলো বঙ্গনারীর সিঁথির সিন্দুর শাঁখা প্রবাল বিবাহের বন্ধন ,
চুরি হলো ঢেঁকিতে ভাঙা চালের গুঁড়া বারোমাসে তেরোপার্বন ।

ঈশ্বর অগ্নি সাক্ষী প্রেম চুরি হলো রেখে গেলো লিভটুগেদার ,
সুখের সংসার হলো চুরি রেখে গেছে পরকিয়া কলঙ্ক অনাচার ।
চুরিগেছে পরোপকারীর উপকার রয়ে গেল সদা স্বার্থপরতা ,
আন্তরিকতা সদাচার সততা হলো চুরি রইলো শুধু মিথ্যাচারিতা ।

              ******************
বেলা - ১১ : ২৩ মিনিট ।
৩০ / ১২ / ২৩ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।