ধর্ম কর্ম নাই তার চৌর্য্যবৃত্তি সার ,
যদি ধরা পড়ে তার জীবন হয় অসার ।
মনে মনে ভাবে তাই চুরি করব না আর ,
সাধু সঙ্গ করে পাপ হতে মুক্ত হব এবার ।
যখনই চোর ডাকাতের কাছে যাই ,
আদর করে তারা ডাকে আয় ভাই ।
সোহাগ ভরে বন্ধু বলে মিষ্ট ভাষায় ,
আজ থেকে আমাদের বন্ধু হলে ভাই।
মনে ভাবি আর অসৎ সঙ্গ না করি ,
হাত ধুয়ে ভক্তিভরে ভগবানকে স্মরি ।
দাও জ্ঞান ভক্তি ওহে দয়াল শ্রীহরি ,
তুমি না ত্বরালে দয়াল কিকরে ত্বরি ।
সাধু সঙ্গে সঙ্গ দিতে গিয়ে না পাই ,
সেখানে গিয়ে লজ্জা পেয়ে ফিরে পালাই ।
কোথায় গেলে শান্তি মিলে ভেবে না পাই ,
নিজের কছেই আমি নিজে নিজেই হেরে যাই ।
লজ্জা ঘৃনা গ্লানি ভয় গ্রাস করে আমায় ,
তাই এই পাপ পঙ্কিল থেকে রক্ষ হে গোঁসাই ।
ডুবে আছি পাপ পঙ্কে রক্ষ প্রভূ হে আমায় ,
পাপ তাপ গ্লানি ঘুচিয়ে দয়াল ত্বরাতে ত্বরাও ।
**************
রাত্রি - ১১ : ০২ মিনিট ।
১৬ / ০২ / ২৪ শুক্রবার ।
কোলকাতা ।