চোর চুরি করে অর্থ করি ধন ,
কৃষ্ণ চুরি করলো শ্রীরাধার মন!
সিঁধ কাটে চুরি করে সিঁদেল চোরে ,
রাধার মন করলো চুরি কালার বাঁশির সুরে !
চোর যদিও ধরে হাতে নাতে, মন চোরকে কেমনে ধরবে কোন পথে !
ছিঁচকে চোর করে করে চুরি হাটএ বাটে ,
মনটা করলো চুরি কোন ডাকাতে !
শ্রীরাধার মন চোর মদনমোহন,
মনের ঘরে করে ডাকাতি শ্রীমধুসূদন !
রন্ধনশালে ভুলে যায় রাধারানী রন্ধন ,
কালার বাঁশির সুরে রাধা রাধা ডাকে সারাক্ষন !
কৃষ্ণ প্রেমে পাগলিনী রাধা বিনোদিনী ,
শাশুড়ি ননদিনি ঘরে রাইবাঘিনি!
কি করে পাবে দেখা কৃষ্ণ গুনমনি ,
আকুলি বিকুলি মন শ্রীরাধারানী !
গাগরী ভরনে রাধা চলে যমুনায়,
যমুনার জলে রাধার যৌবন ভেসে যায় !
আয় সখি ঘরে ফিরি চল সাঁঝ যে হয়ে যায় ,
তমালতলে নাগর কানাই বাঁশুরি
বাজায় !
শ্যামের প্রেম দোলা দিলো প্রাণে মনে ,
প্রেম আর বিরহ দোলে দো- টানে!
কেন যে কানুর স্মৃতি মনে জাগে অকারনে ,
শুধু মনে পড়ে সে নিঠুর ঘনশ্যামে !
**********
রাত্রি - ৯ :৫৫ মিনিট !
২৪ / ০৬ /২৪ সোমবার !
কোলকাতা !