জমানো কত ব্যথা হয়না কথা ,
বাইরে ভেতরে সদা কথার ব্যথা ।
চলতে একা একা যেতে হবে পথে ,
দেখা হলে যেতে পথে দেখা হলো
সবার সাথে ।
কইতে কথা মানা ছিলো
তবু মানা না ছিলো ভালো ,
সময় তো ছিলোনা ভালো
তবু না অসময় এলো ।
দুঃখীর কপালেই দুঃখ জোটে ,
সুখ তার পাশে পাশে হাঁটে ।
ভাগ্যহীনের ভাগ্যতো হয় ভাঙা ,
সুখতো কখনো দেয় না দেখা ।
ন্যায় সত্যের হয় দেরীতে বিচার ,
অর্থের দয়ায় মিথ্যার হয় জয় জয়কার ।
বীনা দোষে নির্দোষীরা পায় শাস্তি ,
প্রমাণের ফেরে নির্দোষীরা নাপায় মুক্তি।
জন্ম মৃত্যু বিধাতার লিখন খন্ডায় কার শক্তি ,
জন্মিলে মরিতে হবে তার থেকে নেই মুক্তি ।
দধি মন্থনে মাখন ওঠে কুঁড়ি থেকে ফুলফোটে ,
অধিক কথায় প্রমাদ ঘটে কাঁঠালি কলা সর্ব ঘটে ।
মনের না মিল হলে বিভেদ ও মনোমালিন্য হ্য় ,
খাদ্যাভাবে দেহ জীর্ন মৃত্যুও ঘটে সুনিশ্চয় ।
×××××××××××××××××
রাত্রি - ৯ :; ১০ মিনিট ,
০৬ /০৫ / ২৩ শনিবার ।
কোলকাতা ।