একদিন জানি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে  ,
প্রেম প্রীতি ভালোবাসা সব হেথা পড়ে রবে ।

এসেছি হেথা খালি হাতে ফিরে যাব খালি হাতে ,
কেউই যাবে না সঙ্গে কিছুই দিবেনা তোর সাথে ।

পরিবার পুত্র কন্যা পরিজন দিন দুই করিবে ক্রন্দন ,
হরিবোলে খোল করতাল বাদ্যে বিদায় দিবেরে তখন ।

জমি জায়গা ভিটা মাটি পয়সা কড়ি দালান বাড়ী ,
ভাই বন্ধু আত্মীয় স্বজন হেথা কোঠাবাড়ী রবে পড়ি।

জ্ঞাতি ভাই বন্ধু সূত কেউতো তোর নয় আপন ,
দিন দুইয়ের পথের দেখা শুধু মাত্র কিছুক্ষণ ।

এই পৃথিবীর রঙ্গমঞ্চে  বিভিন্ন চরিত্রে উপস্থাপন ,
কেউতো রাখবেনা মনে যখন ছেড়ে যাবে এ জীবন ।

বিভিন্ন চরিত্র মাঝে ভিন্ন নামে ভিন্ন সাজে সেজে ,
শেষ হলে অভিনয় ছেড়ে যাবে যে যার বাড়ী মাঝে ।

পৃথিবীর এই হাট বাজারে সবাই কেনা বেচা সেরে ,
যখন সন্ধ্যা আসবে নেমে যাবে যে যার ঘরে ফিরে ।

নিত্য নূতন আসা যাওয়া  নিত্য নতূন পরিচয় ,
আসা যাওয়া বার বার এই পৃথিবীর অভিনয় ।

     *******************
রাত্রি  - ৮ : ৩৫ মিনিট ।
০৬ / ০৭ /২৩ বৃহস্পতিবার ।
বীজগাঁও  = সুইজারল্যান্ড ( ইউরোপ )