অতৃপ্ত আত্মার শান্তি মুক্তি বুঝি হয় কবিতায় ,
অতীতের সুখের স্মৃতিগুলি লিখে আনন্দ পায় ।
আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক পাল্টে গেছে হায় ,
এই তো যুগের ধর্ম যুগের হাওয়া বইছে দুনিয়ায় ।
কারুর করলে উপকার সেই গালি গালাজ দেয় ,
দিন মাস বছর কাল সময় বিশেষ সবই পাল্টায় ।
ভাই হও বন্ধু হও তাতে কিছু নাই আসে যায় ,
একহাত নেবে একহাত দেবে সুসম্পর্ক থাকে তায় ।
অসভ্যতার দানাগুলি ডানা মেলে উড়ে চরিধার ,
আশার অসার চক্র ডুবে যায় হতাশায় অন্ধকার ।
অকপট অকালভেরি অট্টহাসির আচরণে বর্বরতার ,
লোলুপ জিহ্বা বিকট দশন মেলে আসে দল হায়নার ।
বিষন্নতার অবগাহনে সদাই অবসন্ন ভুগে মানবকুল ,
ক্রমান্নয়ে আনন্দের উচ্ছল দিন গুলি আঁধারে মজগুল ।
দেশের খেয়ে বেইমানী করে অকৃতজ্ঞ স্বার্থপরের দল ,
শত্রুর সাথে সন্ধি করে বেইমানরা বাধায় গন্ডগোল ।
জন্মভুমি জননী আমার কত আর সইবে এই দুঃসহ যন্ত্রণা ,
কূচক্রী কুখ্যাত যারা মায়ের কোলে করে বাস দেয় বেদনা ।
একই তো মায়ের সন্তান সব কেউ ভাল কেউ ভাল হয়না ,
মায়ের চরণ কেউ বক্ষে ধরে আবার কেউ চিনতে পারেনা ।
*************
রাত্রি - ৯ : ০৫ মিনিট ।
২৬ / ১০ / ২৪ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।