ওহে প্রভু চিন্তামণি ,
অসীম করুণা তব জানি ।
দীনের দয়াল হরি তুমি ,
রক্ষা কর এই ধরণী ।
ওগো প্রভু সৃষ্টিধর,
অপার করুণা তোমার ।
সৃষ্টি কর বার বার,
ধ্বংস কর অনাচার ।
তোমার সূক্ষ্ম বিচার ,
তুমি ধর্মের স্থাপন কর ।
অধর্মে নাশ বার বার ,
ধর্মের সৃষ্টি কর আবার ।
যুগে যুগে যুগাবতার ,
ভিন্ন ভিন্ন রূপ তোমার ।
চার যুগে রূপ ধরে কর,
ধর্ম স্থাপন কর বার বার ।
সত্য যুগে নারায়ণ ,
ত্রেতা যুগের রাম ।
দাপরে শ্রীকৃষ্ণ হরি ,
কলিতে গৌর রূপধরি ।
কে তুমি চৈতন্য হরি ,
হৃদয় মম কর চুরি ।
অন্তর দিলে সুখে ভরি ,
তোমা মনমন্দিরে হেরি ।
আমার ভূবনখানি জুড়ে,
সদাই রয়েছ তুমি ঘিরে ।
দিলে স্বপনে কয়ে মোরে ,
কৃষ্ণ সদাই জপ অন্তরে ।
***************
রাত্রি - ৯ : ১৩ মিনিট ।
১১ / ০৯ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।