আঙ্গুল ফুলে কলাগাছ হয় যখন যেমন ,
না জানে বংশ মর্যাদা না জানে আসল জনম !
প্রতাপ ক্ষমতার জোরে করে পরস্ব হরণ ,
সম্পদ অহংকারে মানুষে হেরে মাকড় যেমন !
হয়তো কোন কারন হেতু ঈশ্বরের করুনায় ,
ভিক্ষাবৃত্তি করে দ্বারে দ্বারে উদর পুরায় !
তবুও দাম্ভিক মানব জাতির না হয় জ্ঞানের উদয় ,
দেখে শুনে দম্ভভরে নয়ন ফিরায়ে রয় !
কে যে আপন কে যে পর চেনা বড় দায় ,
আপন হয়েও মুখোশের আড়ালে ছুরিতে সানায় !
আপন মানুষ আপনই হয় পরতো কভু নয় ,
সুসময়ে সবাই আপন বিপদের দিনে না রয় !
আমার আমার করে হায় কেউতো আমার নয় ,
দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ না বুঝে হায় !
ঘর তো ঘরই হয় বাহির তো কখনো নয় ,
রৌদ্র ঝড় জলে সেটাইতো নিরাপদ আশ্রয় !
বিপদে সম্পদে যে মাথার উপর রয় ,
নিজে ঝড় জল মাথায় নিয়ে রক্ষা করে সর্বদায় !
সেইতো একমাত্র রক্ষাকর্তা জানি সবসময় ,
বটবৃক্ষের মতো মাথার উপর ছত্র ছায়া হয় !
*********
দুপুর -১২ : ৩৭ মিনিট !
০৫ / ০৭ / ২৪ শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !