চাষী ভাই ভিজে রৌদ্রে জলে
লাঙ্গল কাঁধে মাঠে চলে ,
গামছা বেঁধে মাথায় নিলে
আবাদী জমির আলে আলে ।
চাষের জমির ক্ষেতে
বর্ষা বাদলে দিনে রাতে ,
যখনি বাতালি হয় মাঠে
কোদাল নিয়ে চলে ক্ষেতে ।
আবাদী চাষের জমি
নানান ফসল ফলাও তুমি ,
শ্রম দিয়ে ঊর্বর কর জমি
অনুর্বর অনাবাদী সব ভূমি ।
সর্ব শরীর ভিজে ঘর্মাক্ত
তবু শ্রমে হওনা ক্লান্ত ,
রাত্রি দিন শ্রমে নয় ক্ষান্ত
ফের বাড়ি হয়ে পরিশ্রান্ত ।
এ হেন গ্রামীন রীতি নীতি
মন জাগায় কত অতীত স্মৃতি ,
দিনে দিনে কত কিছু হয় বিস্মৃতি
বয়ে চলে যেমন নদীর গতি ।
নদীর গতির মত অতীত যত
ভেসে চলে যায় অবিরত ,
আর না ফেরে করলে চেষ্টা শত
ভেসে যায় জনমের মত ।
****************
রাত্রি - ৮ : ২৫ মিনিট !
১০ / ১২ / ২৩ রবিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !