না বদলায় আচার না বদলায় আচরণ
না বদলায় স্বভাব চরিত্র মন ।
স্বভাব দোষে কেউ বা আবার
বদলায় প্রিয়জন ।
কেউ বা আবার বদলে গেছে
বদলেছে তার পথ ।
যুক্তি তর্কে বদলায় বা কেউ
বদলায় তার মত ।
জীবন চক্রে চলে বদল
বলছে নিয়ম তাই ,
জনম থেকে মরণ অবধি
আমরা সবাই বদলাই ।
জনম মরণ কখন যে কার
কারুরই জানা নাই ,
জনম হতে মরণ অবধি
আমরা কতরূপে বদলাই ।
কর্ম বদল ধর্ম বদল বর্ম বদল হয়
পোষাক বদল খাবার বদল
মন বদল হয় ।
বাড়ী বদল গাড়ী বদল পথও বদল হয় ,
কাল বদল বছর বদল মাস দিনও বদল হয় ।
মুখ বদল মানুষ বদল
মুখোশ ও বদলায় ,
হাঁসি বদল কান্না বদল
দম বদল হয় !
*****************
বিকাল - ৪ : ১২ মিনিট ।
২৯ / ১২ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।