বাংলা ভাষা বদলে গেল বিদশী ভাষা হাসে ,
মা থেকে " মাম্মা এলো স্ত্রীর বদলে "ওয়াইফ"বসে ।
হাত পাখা বদলে গেল "ফ্যান"ঘোরে মাথার উপরে ,
"হানড্রেড"কে আদর করে একশত বাগানে চরে ।

"সোরি" এলো ঠোঁটের আগায় দুঃখিতটা গেল উড়ে ,
"থ্যাঙ্কইউ"এর চাপে পড়ে ধন্যবাদটা পালায় দূরে সরে ।
মাষ্টারমশাই "টিচার" বলে বিদ্যালয় হন্যে "স্কুলে"র জন্যে,
নাপিত ভাই ছেড়ে নরুণ বিজ্ঞাপন ফলকে "সেলুন" টাঙে  ।

"পার্টস"এলো সেজে গুজে অংশ শব্দ হয়ে গেল ধ্বংস ,
সেবিকারা আর নাই দেশে সবাই হলো "নার্সের" বংশ ।
পাঠিয়ে দাও বলেনা কেউ আর বলে সবাই কর "সেন্ট ",
বন্ধুবান্ধব বলে না আর বলে সবাই ও আমার "ফ্রেন্ড "।

ভুলের কত "রঙ" হয়ে যায় " রাইট " হয় সঠিক ,
" স্ট্রং" টাই বড় শক্তিশালী সম্মান "প্র্যাসটিজ " ।
রাস্তা ওপথ পাইনা খুঁজে দেখি সদাই কেবল"রোড",
চাকরী কাজের নাম"জব " হলোরে ভাই খাবার যে "ফুড্" ।

সাবান আর বলেনা কেউই বলে "বিউপি সোপ " ,
যাতায়াতকে "জার্নি "বলে "স্টপ "কে বলে চুপ ।

             *************
সন্ধ্যা - ৫ : ৫৫ মিনিট !
১৫ / ০৫/২৪ শনিবার !
কোলকাতা !