চাঁদের মা চরকা বুড়ি
হারিয়ে গেছে কই ,
চাঁদের ভিতর বসে বুড়ি
চরকা কাটে ওই ।
কী দুঃখেতে কাঁদছে কেন
চাঁদের মা চরকা বুড়ি ,
কাঁদতে গিয়ে ভুল করে সে
পরলো ডুরে কাটা শাড়ী ।
বুড়ির বয়স কত হলো
কেউ জানেনা তা' ,
বুড়ির বয়স করলে হিসেব
ঘোরায় সবার মাথা ।
পৃথিবীর বয়স কত
লেখা চরকা বুড়ির খাতায় ,
হিসেব করে রেখেছে বুড়ি
বুড়ির শাড়ীর আঁচলায় ।
চাঁদ মামা বসে হাসে
চরকা বুড়ির কোলে ,
মায়ের কোলে চাঁদের আদর
দেখে সবাই হেসে ফেলে ।
*************
রাত্রি - ৮ : ৩৫ মিনিট ।
০২ / ০২ / ২৪ মঙ্গলবার ।
কোলকাতা ।