বৃষ্টি এলো ওই
রাগ ভাঙলো যেই ।
ফিরে সে দেখলো
কে বাঁচলে কে মলো ।
বৃষ্টির দেখা পেলাম ভাই ,
সেযে ফিরে এলো সেই ।
দেখলো সবে গরমে ঘামে
তাইতো সে এলো নেমে ।
সেযে মান করেছিলো ,
তার মান সেই ভাঙলো ।
সে দূরে সরে না থাকলো ,
তপ্ত দহন শীতল করলো ।
পৃথিবীকে তাপে দহন করে ,
বৃষ্টি না পড়লে পৃথিবীর 'পরে ।
ধরাকে দহন থেকে রক্ষা করে ,
তাই বৃষ্টি নেমে এলো ধরা'পরে ।
বৃষ্টি এলো ভিজলো ধরা ,
দূরে পালিয়ে গেলো খরা ।
আচম্বিতে শীতল হলো ধরা ,
দূর হলো রোগ ব্যধি জ্বরা ।
************
এলা - ১১ : ৫৮ মিনিট ।
০৭/ ০৫/ ২৪ মঙ্গলবার ।
কোলকাতা ।