বৃষ্টি রানী এলো নেমে ঝমঝমিয়ে ,
পবন রাজা এলো মাথায় টোপর দিয়ে ।
আজ কি হলো তাদের দুজনের বিয়ে ,
বরযাত্রী বজ্র ও বিদ্যুৎদের সঙ্গে নিয়ে ।
আনন্দে গুড় গুড় গুড় বাদ্যি বাজিয়ে ,
গুড়ুম গুড়ুম গুড়ুম বাজি আওয়াজ দিয়ে ।
ধরা বরন করে নিলো তাদের হবে বিয়ে ,
ওরে আমার বৃষ্টি রানী আমার মিষ্টি মেয়ে ।
এলিরে তুই এতো পরে প্রভঞ্জনকে নিয়ে ,
আজকেই হবে তোদের ছাদনাতলায় বিয়ে ।
আকাশনীলে সেজে গুজে কালোকেশ উড়িয়ে ,
আঁখি কচালি তাকালো মেয়ে চোখে কাজল দিয়ে ।
ঝম ঝম ঝম মল বাজিয়ে দুই পায়েতে পরে ,
সঘন মেঘের মাদল বাজে কড়াৎ কড়াৎ করে ।
বাউল পবন আসছে দেখ গাছে শাখার 'পরে ,
বৃষ্টি মেয়ে মিষ্টি করে তাকায় মেঘের ঐ আড়ে ।
মিষ্টি মেয়ে বৃষ্টি রানী এলো ধরা শীতল হলো ,
তাপ দহন জ্বালা যতসব ধরা হ'তে পালালো ।
************
রাত্রি - ৮ : ২৪ মিনিট ।
০৮ / ০৫ / ২৪ বুধবার ।
কোলকাতা ।