বৃষ্টি কই আর এলো ,
রাগ করে সেই গেলো ।
ফিরে সে না দেখলো ,
কে বাঁচলো কে মলো ।

বৃষ্টির দেখা আর নাই ,
সেতো ফিরে এলো নাই ।
ফিরে তো এলো সবাই ,
সে কেন যে এলো নাই ।

সে কি মান করেছে ভাই ,
তার মান কি ভাঙবে নাই ।
সে কি দূরেই থাকবে ভাই ,
সে নাএলে তপ্ত হবে সবাই ।

পৃথিবী দহনে দগ্ধ হয় ,
বৃষ্টি যদি না আসে ভাই ।
পৃথিবী শীতল হবে নাই ,
বৃষ্টির আশে বসে রই সবাই ।

বৃষ্টি না এলে জলাশয় শুকায় ,
বৃষ্টি না এলে মাটি ফেটে যায়  ।
বৃষ্টির অভাবে গাছ পালা শুকায় ,
রোগ ব্যাধি জ্বরা জীবানু ছড়ায় ।

অনাবৃষ্টিতে চাষের জমি শুকায় ,
বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ দেখা দেয় ।
বৃষ্টির অভাবে জমির ফসল নষ্ট হয় ,
তপ্ত তপনের দহনে খরা দেখা দেয় ।
    ****************
রাত্রি - ৮ : ৫৩ মিনিট ।
০২ /০৫ /২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।