সবাই বলে আমায় বৃহন্নলা ,
বুঝিনা বিধাতার একি খেলা !
আমি জন্মেছি ,সে এক অদ্ভূত অনুভূতি ,
আমার দেহের গঠন নয় পুরুষ নয় প্রকৃতি !
আমার পরিচয় ,হিজড়া ,নপুংসক নয় বৃহন্নলা ,
চলতি কথায় আমায় সবাই বলে হিজড়া !
আমার নির্দিষ্ট কোন সংসার ,সমাজ ,ঠিকানা নেই ,
আমার নেই কোন নির্দিষ্ট থাকা ,খাওয়ার স্ংস্থান !
সমাজে নেই কোন মান-সম্মান ,আদর-ভালবাসার স্থান !
যখন সবাই জানল ,আমিও জানলাম আমার কোন সত্বা নেই ,
আমি অর্ধেক পুরুষ ,অর্ধেক নারী হলেও,আমার স্বভাব নারীর মতই !
আমি কি ?  সঠিক বুঝতে না  পারি ,
তবুও আমার মনের মধ্যে জেগে রয় এক নারী !
সবাই আমায় অন্য চোখে  দেখে ,
মান,সম্মান ,ভালবাসা  নেই  সমাজে  !
মা,বাবাও ঘৃনায় দূরে সরিয়ে দেয় ,
বাড়ী,সমাজ সব কিছু ছাড়া আমি তাই !
তাই -থাকা ,খাওয়া ও লজ্জা নিবারনের দায় ,
নিতে হয় হিজড়া কমিটির সহায় !
ভগ্যের পরিহাস ,আমার জন্ম ,
আমি নিরক্ষর ,নেই জাত ,নেইধর্ম !
সরকারের অনুমোদন নিতে হয় বাঁচার তাগিদে ,
বাচ্চা হলে যাই ,বাড়ী বাড়ী নাচাতে !
বাড়ীর মালিকের অমতেই জোর জবরদস্তি করি ,
হয় মোটা নয় কিছু পারিশ্রমিক ,নয় খুশী হয়ে কিছু !
এই আমার জন্ম ,এবং কর্ম কাহিনী কান্ড ,
এই তো  বৃহন্নলাদের জীবন ও জীবনি বৃতান্ত !

              **********

রাত্রি -  ৮:১৬ মিঃ ,কলকাতা ,
১৪ /১২ /২০১৭ ,বৃহস্পতিবার