বৃন্দাবনে  চতুর বনমালী ,
নিধুবনে সাজে কৃষ্ণকালী ।
ব্রজে গোপিনীর মনহরিলি ,
গোকূলে পূতনা বধিলী ।

গোষ্ঠেতে গোপাল রাজা ,
মথুরায় কংসে দিলে সাজা ।
রাবণ হইল বধ হয়ে রামরাজা ,
অযোধ্যায় সুখে পালিলে প্রজা ।

ব্রজনারী খেলে হোলি কানু সনে ,
যমুনায় চলে রাধা পানী ভরনে ।
না বাজায়ো বাঁশী ওহে কানু ,
লাজ পায় শুনে সূতা বৃষভানু ।

জটিলা কুটিলা ঘরে আছে পাহারায় ,
বাঁশীতে ডাকহে কেন ওহে শ্যামরায় ।
আয়ান দেখে পাছে লাজে মরে তাই ,
নিলাজ নিঠুর কানাই লাজ কি নাই ।

আয়ান ঘরেতে আমি ভয়ে মরি তাই ,
দেখলে পরে বলবে কটু তাই শরম পাই ।
পথে ঘাটে চলা আমার হবে ভীষণ দায় ,
বাঁশীতে নাডাকো শ্যাম দোহাই তোমায় ।

      **************
রাত্রি - ১০ : ১০ মিনিট ।
১৪ / ০২ / ২৪ বুধবার ।
কোলকাতা ।