ব্রজের গোপাল কোথায় ওরে
                দ্বারকা নগরে ,
সারা গোকুল খুঁজে পাগল
             ভালোবেসে তারে !

তার ভঙ্গি বাঁকা চাওনি বাঁকা
       শিরেতে তার শিখি পাখা,
সে যে গোঠের গোপাল
        সিদাম সুদামের সখা  ।

সে মাখন চোরা ননী চোরা
       মা যশোদার নয়ন তারা ,
তারে না হেরে গোকুল সারা
      হয়েছে আজ পাগল পারা ।

সে ব্রজের কানাই নদের নিমাই
          হরি নামে মত্ত সদাই ,
নয়ন জলে বুক ভেসে যায়
      ঘরে ঘরে হরি নাম বিলায় ।

বৈকুণ্ঠে লক্ষ্মী জার্নাল
          হইলে তুমি নারায়ণ ,
বিশ্বকে কর সংরক্ষণ
           ত্রিমাত্রিক কর পালন ।
    
       ****************
সকাল -  ১০টা ।
২৪ / ০৭  / ২৪ বুধবার।
রবীন্দ্রনগর=মেদিনীপুর ।