চলো যাই তারাপীঠে
যথায় রাজরাজেশ্বরী রূপে
মা বসে আছেন আদ্যাপীঠে ।
শক্তিপীঠ আদ্যাপীঠ তারাপীঠ
মহাশশ্মান এই পীঠেতে
শবের চিতা জ্বলছে সদা
শশ্মানেতে ।
সন্তানেরে কোলে নিতে
সদাই আছেন তারামা আমার
মাতৃ স্নেহের কোলপেতে!
তান্ত্রিক শশ্মানে কত
তন্ত্র সাধনায় সদাব্রত
মাতৃনামের হোমের শিখা
জ্বলছে হেথা অবিরত ।
হোম জ্বলছে শশ্মানেতে
যোগ সাধনা চারিভিতে
মাতৃনামের হোমের শিখাা
মগ্ন সদা সাধনাতে।
ব্রহ্মময়ী তারামা আমার
রক্ষিছেন সন্তান তাঁহার
কত শত ভক্ত আসেন
তারা মা'র মন্দিরেতে।
**************************
রাত্রি - ১০ : ৪৫ মিনিট ।
১৯ / ১১ / ২৩ রবিবার ।
কোলকাতা ।