জন্মিলে মরিতে হবে ,
অমর কেউ নাহি রবে ।
নধর নশ্বর এই দেহ ,
মাটি সাথে মিলে মিশে যাবে ।

মানব জীবন নয় সুখ ভোগ তরে  ,
কঠিন কর্তব্য আছে  মাথার উপরে ।
মনুষ্য রূপ আধার ধরে ,
মানুষের কর্তব্য নাহি করে ।
মন হুঁশ নাই যার রে ,
সে মানুষের গন্য নয়রে ।

খল হিংসা সম পাপ দেহে যদি পশে ,
জীবন  বিভীষিকাময় সৎ কর্ম নাশে ।
হিংসা সম পাপ আর নাই এই ধরাতে ,
খল সম কাল ব্যাধি যদি পশে দেহেতে ।

আপন চিন্তা না করে অপরের ক্ষতি চায় ,
খল হিংসা সম মহা পাপ নাই এ ধরায় ।
অপরের ক্ষতি লাগি যে গর্ত খুঁড়ে সদাই ,
নিজেই সেই গর্তে পড়ে একদা মরে ভাই ।

          **************
সকাল - ১১ : ৩০ মিনিট ।
১৯ / ০৯ / ২৩ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।